poking a woman

স্কার্ট তুলে মহিলার পিছনে লাঠির খোঁচা দিয়ে লাইভ স্ট্রিমিং! জেলের ঘানি টানলেন সমাজমাধ্যম প্রভাবী

লাইভ স্ট্রিমিং অনুষ্ঠানের ভিডিয়োয় খাটো স্কার্ট পরা এক মহিলার পোশাক তুলে হাতের লাঠি দিয়ে পশ্চাদ্দেশ স্পর্শ করেন সমাজমাধ্যম প্রভাবী, এমনটাই অভিযোগ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৪ ১০:৩৫
Share:

ছবি: সংগৃহীত।

সমাজমাধ্যমে প্রবল জনপ্রিয়। অনুরাগীর সংখ্যা ৪ কোটি ৬০ লাখ। সমাজমাধ্যমে ভি়ডিয়ো করে কোটি কোটি অনুরাগীর থেকে ভালবাসা কুড়িয়েছেন। সেই খ্যাতনামী সমাজমাধ্যম প্রভাবীকেই এ বার যেতে হল জেলে। লাইভ-স্ট্রিমিং চলাকালীন এক মহিলার নিতম্বে বাঁশের লাঠি দিয়ে খোঁচা দিতে দেখা যায় তাঁকে। সেই অপরাধে চিনের ওই কনটেন্ট নির্মাতাকে ১০ দিনের কারাবাসের নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement

সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন অনুসারে, অভিযুক্ত যুবকের নাম মেং। সমাজমাধ্যমে তিনি কিউ টিয়ান্ডাও নামে অধিক পরিচিত। গত নভেম্বরের শেষের দিকে একটি লাইভ স্ট্রিমিং অনুষ্ঠানে খাটো স্কার্ট পরা এক মহিলার পোশাক তুলে লাঠি দিয়ে পশ্চাদ্দেশ স্পর্শ করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। দক্ষিণ চিনের হাইনান প্রদেশে অবস্থিত সানিয়ার একটি রাস্তার ধারে ওই তরুণী চা কিনছিলেন। তিনি বিরক্ত হয়ে মেংয়ের কাছে তাঁর এই অদ্ভুত আচরণের কারণ জানতে চান। উত্তরে ম‌েং মহিলার প্রতি অশালীন মন্তব্য করেন। লাইভ অনুষ্ঠানে এই ভিডিয়ো দেখে সমালোচনার ঝড় ওঠে সমাজমাধ্যমে। অভিযোগের পাহাড় জমে চিনের ‘কুয়াইশোউ’ নামের সমাজমাধ্যমে। নিয়ম লঙ্ঘনের কারণে মেংয়ের অ্যাকাউন্ট ১৫ দিনের জন্য স্থগিত করে দেয় ‘কুয়াইশোউ’।'

মহিলাকে উত্ত্যক্ত ও হয়রানি করার অভিযোগে ৪ ডিসেম্বর পুলিশ মেংকে আটক করে। পুলিশ জানিয়েছে, সমাজমাধ্যমে জনপ্রিয়তা বৃদ্ধি করতে মেং ওই মহিলাকে টাকা দিয়ে নিয়োগ করেছিলেন। পুলিশের দাবি, গোটা বিষয়টি সাজানো হলেও ঘটনাটি সমাজের উপর গভীর প্রভাব ফেলেছে। স্থানীয় পুলিশ জানিয়েছে, বিষয়টি নিয়ে এখনও তদন্ত চলছে। এর আগেও মেংয়ের জেল হয়েছিল। ২০১৯ সালে প্রতারণার দায়ে তিন বছরের জন্য জেলে যেতে হয় তাঁকে। জেল থেকে বেরিয়ে ব্লগার হিসাবে পরিচিতি পান মেং। সংবাদমাধ্যমে বলা হয়েছে, মেংয়ের ভিডিয়োগুলি সাধারণত অশ্লীল ও বিতর্কিত বিষয়ের উপর তৈরি করা হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement