viral video of fight

কান মলে, ধমক দিয়ে বাঘ-সিংহের লড়াই থামাল সারমেয়! রইল মজার ভিডিয়ো

‘নেচার ইজ় অ্যামেজ়িং’ নামের একটি অ্যাকাউন্ট থেকে মজাদার ভিডিয়োটি পোস্ট করা হয়েছে, যা দেখে সমাজমাধ্যম ব্যবহারকারীরা হেসে কুটিপাটি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০২৪ ১৫:১৩
Share:

ছবি: এক্স থেকে নেওয়া।

জঙ্গলের দুই ‘দাদা’র মধ্যে বেধেছিল ঝগড়া। সেই বিবাদ মেটাতে আসরে নামল এক কুকুর। বাঘ-সিংহের মারামারি থামিয়েও দিল সে। রীতিমতো ধমক দিয়ে, বাঘের কান কামড়ে, সিংহের সঙ্গে লড়াইয়ে বাধা দিল কুকুরটি। মজার এই ভিডিয়োটি সম্প্রতি ছড়িয়ে পড়েছে এক্স হ্যান্ডলে। ‘নেচার ইজ় অ্যামেজিং’ নামের একটি অ্যাকাউন্ট থেকে সেই মজাদার ভিডিয়োটি পোস্ট করা হয়েছে, যা দেখে সমাজমাধ্যম ব্যবহারকারীরা হেসে কুটিপাটি।(যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)। বাঘ-সিংহের শক্তির কাছে কুকুরের ক্ষমতা নেহাতই নগণ্য। এ-হেন ‘প্রতিপক্ষের’ কাছে জব্দ হয়ে গেল বাঘবাবাজিও। পাল্টা আক্রমণ করতে গেল না বাঘ বা সিংহটিকে। মুখ বুজে তারা মেনে নিল কুকুরের শাসন।

Advertisement

ভাইরাল হওয়া সেই ভিডিয়োটি সম্ভবত একটি চিড়িয়াখানায় তোলা। সেখানেই বাঘ-সিংহের সঙ্গে খেলা করতে দেখা গিয়েছে কুকুরটিকে। বাঘটি সিংহের দিকে তেড়ে গেলে কুকুরটি বাঘের কান কামড়ে ধরে। গর্জন করলেও বাঘটি কুকুরটির সেই অত্যাচার সহ্য করে নেয় কিছু ক্ষণ। এমন সময় পিছন থেকে বাঘের গায়ে থাবা বসায় সিংহটি। কুকুরটিকে সরিয়ে দিয়ে সিংহের দিকে তেড়ে যায় বাঘটি। দু’জনকে মারামারি করতে দেখে আবার ঝাঁপিয়ে পড়ে কুকুরটি। বাঘের মুখের কাছে ঘেউ ঘেউ করতে থাকে। ভাবখানা এমন যেন বাঘটিকে ধমকাচ্ছে সে! বাঘটিও কুকুরটির সঙ্গে খেলা করতে শুরু করে। কুকুরটিও আদরে ভরিয়ে দেয় বাঘটিকে। হিংস্র প্রাণী হলেও তাদের মধ্যে যে বন্ধুত্ব আর ভালবাসা রয়েছে, সেটাই ফুটে উঠেছে এই ভিডিয়োয়। পোস্ট হওয়ার পর থেকে ৬০ লক্ষ বারের বেশি দেখা হয়েছে এই ভিডিয়োটি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement