—প্রতীকী ছবি।
মানসিক চাপ কমানোর দাওয়াই হিসাবে চড় মারাকেই বেছে নিয়েছিলেন এক তরুণ। হতাশাগ্রস্ত হলেই রাস্তায় বেরিয়ে অপরিচিতদের চড়-থাপ্পড় মারতে শুরু করতেন মিরাটের ওই ব্যক্তি। ৫-৬ মাস ধরে এই অদ্ভুত উৎপাতে অতিষ্ঠ হয়ে পড়েছিলেন স্থানীয় বাসিন্দারা। পথচলতি এক মহিলার উপর চড়াও হয়ে মারধর করার পর তিনি পুলিশে অভিযোগ দায়ের করেন। রাস্তায় সিসিটিভি দেখে পুলিশ ওই ব্যক্তিকে শনাক্ত করে গ্রেফতার করেছে বলে সংবাদমাধ্যসূত্রে খবর। পুলিশ জানিয়েছে অভিযুক্ত তরুণের নাম কপিল কুমার। মানসিক অবসাদে ভুগছেন বলে দাবি করেছেন গ্রেফতার হওয়া যুবক। সেই মানসিক চাপ থেকে মুক্তি পেতেই রাস্তায় স্কুটার নিয়ে বেরিয়ে আচমকা পথচলতি মানুষকে এলোপাথাড়ি চড় মারতেন যুবক।
পুলিশ জানিয়েছে, কপিলকে অন্তত তিন জনকে থাপ্পড় মারতে দেখা গিয়েছে সিসিটিভি ফুটেজে। ভিড়ের মধ্যে স্কুটারে চড়ে তিনি পথচলতি মানুষকে ধাক্কা ও চড় মারতেন। কপিল বেকারত্বের সমস্যায় ভোগার পাশাপাশি পারিবারিক সমস্যায় ভুগছিলেন বলে জানা গিয়েছে। পাঁচ বছর আগে কপিলের বাবা মারা যান। তাঁর মা অন্যত্র বিয়ে করার পর তিনি আরও মানসিক অবসাদে ডুবে যান। সেই অবসাদে ডুবে গেলেই কপিল এই ভাবে চড় মেরে নিজের হতাশা দূর করতেন বলে পুলিশকে জানিয়েছেন কপিল। কপিল সত্যিই মানসিক সমস্যায় ভুগছেন কি না, তা জানার জন্য ডাক্তারি পরীক্ষা করানো হবে।