viral video

যেন পোষ্য! বুনো হাতিকে কলা খাওয়াতে গিয়ে শিক্ষা পেলেন তরুণী, তুলে আছাড় মারল গজরাজ

শুঁড়ের সামনে হাতির প্রিয় ফলটি ঝুলিয়ে রাখলেও তা দিতে দেরি করছিলেন তিনি। হাতিটি এগিয়ে আসতেই পিছু হটার চেষ্টা করেন তরুণী। এই সময় তাঁর জুতো খুলে যায়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ মার্চ ২০২৫ ১১:২৫
Share:
A wild elephant charges a woman

ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

বনের জন্তুর সঙ্গে পোষ্যের মতো আচরণ করতে গিয়ে বিপাকে পড়তে হল এক তরুণীকে। খাবার দেওয়ার সময় বুনো হাতির সঙ্গে ভুল আচরণ করতেই শিক্ষা পেলেন তিনি। আচমকাই তরুণীর দিকে তেড়ে আসে দাঁতাল। সেই ঘটনার একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে সমাজমাধ্যমে। ভিডিয়োটি কোথায় ও কবে তোলা হয়েছে তা অবশ্য স্পষ্ট নয়। ভিডিয়োটি ভাইরাল হয়েছে। যদিও সেই ভাইরাল ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে রয়েছে একটি প্রকাণ্ড দাঁতাল। শুঁড়ের পাশ দিয়ে বেরিয়ে রয়েছে গজদন্ত। সেই হাতির সামনে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে এক তরুণীকে। তাঁর হাতে এক ছড়া কলা। সেই কলার ছড়া থেকে একটি কলা অন্য হাতে ধরে হাতিটিকে খাওয়ানোর চেষ্টা করছিলেন তিনি। শুঁড়ের সামনে হাতির প্রিয় ফলটি ঝুলিয়ে রাখলেও তা দিতে দেরি করছিলেন তিনি। হাতিটি এগিয়ে আসতেই পিছু হটার চেষ্টা করেন তরুণী। সেই সময় তাঁর জুতো খুলে যায়। জুতো পরার পরেও তিনি কলার ছড়াটি হাতিকে না দিয়ে হাতেই রেখে দিয়েছিলেন। আর তাতেই খেপে যায় গজরাজ। এগিয়ে এসে তরুণীকে তুলে আছাড় মারে সে। এখানেই ভিডিয়োটি শেষ হয়ে যায়। তরুণীক কী পরিণতি হল তা জানা যায়নি।

‘জ়ারনাব লাসারি’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ভিডিয়োটি পোস্ট করা হয়েছে গত জানুয়ারি মাসে। ভিডিয়োটি পোস্ট করে লেখা হয়েছে, হাতিরা সাধারণত শান্ত থাকলেও বন্য অঞ্চলে তাদের কাছে গেলে তাদের আচরণ অপ্রত্যাশিত এবং বিপজ্জনক হয়ে উঠতে পারে। এই ঘটনাটি বন্যপ্রাণীর সম্মান করা এবং নিরাপদ দূরত্ব বজায় রাখার পরামর্শই দেয়। ভিডিয়োটি প্রচুর মানুষ দেখেছেন। মন্তব্য বিভাগেও ঘটনাটি নিয়ে বহু সমাজমাধ্যম ব্যবহারকারী তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement