ব্যক্তিগত ভিডিয়ো ফাঁস হয়েছে অভিনেত্রীর। আর তার পর থেকেই উত্তাল তামিল সিনেমা এবং টেলিভিশন জগৎ। তৈরি হয়েছে বিতর্ক। উঠেছে সমালোচনার ঝড়। বিনোদন জগতে নবাগত-নবাগতাদের কি সত্যিই শোষণের মুখোমুখি হতে হয়? উঠেছে সেই প্রশ্নও।
সম্প্রতি তামিল অভিনেত্রী শ্রুতি নারায়ণনের মতো দেখতে এক মহিলার একটি ব্যক্তিগত ভিডিয়ো অনলাইনে ফাঁস হয়। ১৪ মিনিটের সেই ভিডিয়োটি প্রকাশ্যে আসতেই হইচই পড়ে।
অনেকেরই দাবি, ভিডিয়োটি শ্রুতির অডিশনের। কাস্টিং কাউচের শিকার হতে হয়েছিল তাঁকে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
একটা সময় ‘মিটু’ এবং কাস্টিং কাউচের বির্তকে সরগরম ছিল বলিউড। একাধিক অভিনেত্রী যৌন হেনস্থার অভিযোগ এনেছেন বলিউডের খ্যাতনামী অভিনেতা, প্রযোজক, পরিচালকদের বিরুদ্ধে। শুধু অভিনেত্রীরাই নন, অভিনেতারাও বলিউডের কাস্টিং কাউচের শিকার হয়েছেন বলে দাবি করেছেন।
শুধু বলিপাড়া নয়, কাস্টিং কাউচ নিয়ে অল্পবিস্তর অভিযোগ ভারতের সব আঞ্চলিক সিনেমার জগতেই রয়েছে। অনেকেই মনে করছেন, তারই সাম্প্রতিকতম উদাহরণ তামিল অভিনেত্রী শ্রুতির ওই ভিডিয়ো।
বিনোদন জগতে শোষণ এবং কাস্টিং কাউচ নিয়ে বিতর্ক এবং এত জল্পনা-কল্পনার মধ্যে নিজেকে খানিকটা হলেও গুটিয়ে নিয়েছেন শ্রুতি। অভিনেত্রী তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি ব্যক্তিগত (প্রাইভেট) করে রেখেছেন।
তবে শ্রুতির ওই বিতর্কিত ভিডিয়ো প্রকাশ্যে আসার পর থেকেই অভিনেত্রীকে নিয়ে কৌতূহল বেড়েছে। অভিনেত্রীর সম্পর্কে জানতে খোঁজখবর শুরু করেছেন নেটাগরিকেরা।
২৪ বছর বয়সি শ্রুতি চেন্নাইয়ের বাসিন্দা। তামিল ধারাবাহিক ‘সিরাগাদিক্কা আসাই’য়ের মাধ্যমে খ্যাতি অর্জন করেন তিনি। ওই ধারাবাহিকের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে।
২০২৩ সালের জানুয়ারিতে শুরু হওয়া ধারাবাহিকটির ২০২৫ সালের মার্চ পর্যন্ত ৬৫০টিরও বেশি পর্ব সম্প্রচারিত হয়েছে। অভিনয়ের জন্য প্রশংসাও কুড়িয়েছেন তিনি।
এর পাশাপাশি আরও একাধিক প্রকল্পের সঙ্গে যুক্ত ছিলেন শ্রুতি। ধীরে ধীরে সিনেমা জগতে কেরিয়ার গড়ার দিকে এগোচ্ছিলেন।
অভিনয়ের পাশাপাশি সমাজমাধ্যমেও শ্রুতির উপস্থিতি উজ্জ্বল। ইনস্টাগ্রামে আকর্ষণীয় কন্টেন্টের মাধ্যমে ইতিমধ্যেই অনুরাগীদের মনে জায়গা করে নিয়েছেন তিনি।
সমাজমাধ্যমে অভিনেত্রীর পোস্ট করা অডিশন টেপগুলিও তার বহুমুখী প্রতিভার কথা তুলে ধরে। ইনস্টাগ্রামে প্রায় সাড়ে চার লক্ষ অনুরাগী রয়েছে শ্রুতির।
তবে কেরিয়ারের শুরুতেই ব্যক্তিগত ভিডিয়ো নিয়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন শ্রুতি। এক মহিলার ব্যক্তিগত ভিডিয়ো ইন্টারনেটে প্রকাশ্যে এসেছে। ভিডিয়োয় যাঁকে দেখা গিয়েছে, তাঁকে দেখতে হুবহু অভিনেত্রীর মতো।
সেই ভিডিয়ো প্রকাশ্যে আসার কয়েক ঘণ্টার মধ্যেই ক্লিপটি দ্রুত এক্স, ইনস্টাগ্রাম এবং টেলিগ্রামের মতো সমাজমাধ্যম প্ল্যাটফর্মগুলিতে ছড়িয়ে পড়ে। ১৪ মিনিটের ভিডিয়োটি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে তামিল চলচ্চিত্র জগতে কাস্টিং কাউচের উপস্থিতি নিয়ে তরজা শুরু হয়।
বিতর্কের মধ্যে বৃহস্পতিবারও ইনস্টাগ্রামে সাদা এবং সোনালি শাড়ি পরে একটি ছবি পোস্ট করেন শ্রুতি। তবে কোনও ক্যাপশন দেননি, যা তাঁর ভিডিয়ো নিয়ে জল্পনা আরও বাড়িয়ে দিয়েছে।
শ্রুতি ইনস্টাগ্রামে তাঁর পোস্টগুলি ব্যক্তিগত করে রেখেছেন, যাতে কেউ সে সব পোস্টে গিয়ে কোনও মন্তব্য না করতে পারেন। ইতিমধ্যে ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিয়োও শেয়ার করেছেন অভিনেত্রী। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, কী ভাবে এআই প্রযুক্তি বা কৃত্রিম মেধা ব্যবহার করে একটি মানুষের ভুয়ো ছবি এবং ভিডিয়ো তৈরি করা যায়।
তার পরেই প্রশ্ন উঠতে শুরু হয়েছে যে, ওই ভিডিয়ো পোস্ট করে কি আদতে ভাইরাল হওয়া তাঁর ভিডিয়োর দিকে ইঙ্গিত করতে চেয়েছেন অভিনেত্রী? তিনি কি বোঝাতে চাইছেন, তাঁর ভিডিয়োটিও ভুয়ো এবং তা কৃত্রিম মেধার সাহায্যে তৈরি?
তবে নেটাগরিকদের অনেকেরই দাবি, যদি সত্যিই ভাইরাল হওয়া সেই ভিডিয়ো ভুয়ো হয়, তা হলে এ রকম ইঙ্গিতবাহী ভিডিয়ো পোস্ট না করে সরাসরি মুখ খোলা উচিত শ্রুতির। যদিও বিষয়টি নিয়ে এখনও আনুষ্ঠানিক ভাবে কোনও মন্তব্য করেননি অভিনেত্রী।