ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।
শিকারের লোভে অনেক সময়ই হিংস্র প্রাণী নিজের শক্তি না বুঝেই আক্রমণ করে বসে তার থেকে কয়েকগুণ বড় শিকারকে। সেই শিকারকে কব্জা করতে গিয়ে অনেক সময় ব্যর্থ হয়ে ফিরে আসতে হয় শিকারিকে। শিকার নিজেই তেড়ে গিয়ে পাল্টা আক্রমণ করে বসে শিকারিকে। সেই রকমই একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে সম্প্রতি। সেখানে দেখা গিয়েছে একটি জলহস্তীকে আক্রমণ করতে উদ্যত হয়েছে একটি হায়না। ভিডিয়োটি ভাইরাল হয়েছে। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে কাদাজলে শরীর ডুবিয়ে বসে ছিল বিশাল এক জলহস্তী। বিশাল শিকারকে দেখে লোভে জিভ চকচক করে উঠেছিল হায়নাটির। জলে নেমে গুঁড়ি মেরে ধীরে ধীরে এগোতে থাকে আক্রমণের জন্য। জলহস্তীটির কাছে গিয়ে তার শরীরে কামড় বসাতে গিয়েই হায়না বুঝতে পারে এই শিকারকে কব্জা করা তার সাধ্য নয়। নিজের ভুল বুঝতে পেরে পিঠটান দেয় হিংস্র প্রাণীটি। ততক্ষণে সচকিত হয়ে গিয়েছে জলহস্তী। রেগে গিয়ে তাড়া করে হায়নাটিকে। বিপদ পিছনে ধাওয়া করেছে বুঝে জল কেটে পালাতে থাকে হায়না। পিছনে দৌড়তে থাকে জলহস্তীটিও। বিশাল হাঁ করে কামড় বসাতে চায় হায়নার দেহে। কপাল ভাল থাকায় জলহস্তীর কামড় থেকে এক চুলের জন্য রক্ষা পায় হায়নাটি। জল উঠে থেকে পালিয়ে প্রাণ বাঁচায় শিকারি।
ইনস্টাগ্রামের ‘তানজ়ানিয়াভেকেশন’ নামে একটি অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করার সঙ্গে সঙ্গে তা কয়েক হাজার সমাজমাধ্যম ব্যবহারকারী সেটি দেখেছেন। মজার মজার ইমোজিতে ভরে গিয়েছে পোস্টটি।