ছবি: সংগৃহীত।
আইসক্রিমের স্বাদে মজেন না এমন মানুষ বোধহয় কমই আছেন। আইসক্রিমের জনপ্রিয়তার কাছে বাকিদের হার মানতেই হয়। বাড়ির খুদে থেকে বয়স্ক সদস্য, আইসক্রিম পেলে মন খুশিতে নেচে ওঠে সকলেরই। পছন্দমতো আইসক্রিমের লোভে রাস্তার একটি ঠেলাগাড়ি থেকে একটি আইসক্রিম কিনে এনেছিলেন তাইল্যান্ডের এক তরুণ। মোড়ক খুলে কামড় বসাতে যেতেই আঁতকে উঠলেন তিনি। জমাট বাঁধা আইসক্রিমে রয়েছে এক বিষধর সাপ। সমাজমাধ্যমে সেই ছবি প্রকাশ হতেই আতঙ্কে শিউরে উঠেছেন নেটাগরিকরা।
তাইল্যান্ডের মুয়াং রাতচাবুরি অঞ্চলের বাসিন্দা রায়বান নাকলেংবুন তাই ভাষায় পোস্টে লিখেছেন, ‘‘এত বড় চোখ! এটা কি এখন মরে গিয়েছে? ব্ল্যাক বিন আইসক্রিম ও এটি আসল ছবি। কারণ এটি আমি নিজে রাস্তার ঠেলাগাড়ি থেকে কিনেছিলাম।’’ ব্ল্যাক বিন হল এক ধরনের আইসক্রিম। এটি তাইল্যান্ডে বেশ জনপ্রিয়। ফেসবুকে পোস্ট করা ছবিতে হালকা সবুজ রঙের আইসক্রিমে একটি কালো-হলুদ সাপের মাথা স্পষ্ট ভাবে দেখা গিয়েছে। নেটমাধ্যম ব্যবহারকারীরা অনুমান করছেন যে প্রাণীটি একটি স্বল্প বিষাক্ত সাপ হতে পারে। সাধারণত স্থানীয় অঞ্চলে দেখা মেলে এই সাপটির। পোস্টটিতে হাজার হাজার প্রতিক্রিয়া এবং মন্তব্যের ঝড় বয়ে গিয়েছে। কেউ কেউ ভয়ের প্রতিক্রিয়া জানিয়েছে, আবার কেউ কেউ মজা করে মন্তব্য পোস্ট করেছেন। এক জন লিখেছেন, ‘‘এই কারণেই আমি সাধারণত রাস্তার ঠেলা থেকে খাবার কিনি না। এটি সত্যিই ভয়াবহ।’’ অন্য এক জন মজা করে লিখেছেন, ‘‘আপনি আইসক্রিমের সঙ্গে কিছু অতিরিক্ত প্রোটিন পাচ্ছেন।’’