viral video

দাম ‘ফুল’ প্যান্ট ‘হাফ’, কিম্ভুত জিন্‌সের দাম ৩৮ হাজার টাকা! ভাইরাল পোশাকের চাহিদা তুঙ্গে

এই প্যান্ট নির্মাতা সংস্থা হল খ্যাতনামী ফরাসি পোশাক প্রস্তুতকারক সংস্থা কোপার্নি। বিশেষ ভাবে নকশা করা এই প্যান্টটির দামও নেহাত কম নয়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৫ ১৭:০০
Share:

ছবি: সংগৃহীত।

অদ্ভুতদর্শন হলেও তা ট্রেন্ডি। ফ্যাশন দুনিয়ায় মাঝেমধ্যে এমন কিছু পোশাকের দেখা মেলে যা দেখে আপাতদৃষ্টিতে খাপছাড়া মনে হলেও বিপুল জনপ্রিয় হয়। তেমনই একটি ট্রেন্ড সম্প্রতি সমাজমাধ্যমে বিপুল ভাবে চর্চিত হয়েছে। সেটি হল এক পা বিশিষ্ট ডেনিম। এই প্যান্টটির নির্মাতা সংস্থা হল খ্যাতনামী ফরাসি পোশাক প্রস্তুতকারক সংস্থা কোপার্নি। বিশেষ ভাবে নকশা করা এই প্যান্টটির দামও নেহাত কম নয়।

Advertisement

প্যান্টটি কিনতে হলে খসাতে হবে সাড়ে আটত্রিশ হাজার টাকা। তবে চাইলেই এটি কিনতে পারবেন না। কারণ এটির স্টক এই মুহূর্তে শেষ বলে দাবি করেছে সংবাদমাধ্যমগুলি।ইনস্টাগ্রামে ক্রিস্টি সারা নামে এক নেটপ্রভাবী সেই ডেনিম জিন্‌সটি পরে একটি ভিডিয়ো করেছেন।

সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, জিন্‌সের একটি পা সম্পূর্ণ রয়েছে। অন্যটি হট প্যান্টের মতো। ভিডিয়োটি পোস্ট করার সময় সারা জানান, এটি সম্ভবত ইন্টারনেটে সবচেয়ে বিতর্কিত জিন্স। সারার স্বামী ডেসমন্ড প্যান্টটি দেখে বলেন ওঠেন, এই প্যান্টের একটি পা নেই কেন? ভিডিয়োটি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গেই বেশ কয়েক জন নেটাগরিক এই পোশাকটি সম্পর্কে তাঁদের মতামত জানিয়েছেন। এক জন ব্যবহারকারী লিখেছেন, ‘‘এটি আমার কাছে একটি বোকা বোকা ফ্যাশনের ধারণা।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘ডিজ়াইনারেরা মরিয়া হয়ে উঠছেন।’’ সারার ইনস্টাগ্রাম ভিডিয়োটি ১ লক্ষ ৯০ হাজার মানুষ লাইক করেছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement