viral video

তর্ক থেকে দুই ছাত্রীর চুলোচুলি, ক্লাসরুম পরিণত হল রণক্ষেত্রে! ভিডিয়ো দেখে হতবাক সমাজমাধ্যম

ভিডিয়োয় দেখা গিয়েছে, ঝগড়া করতে করতে সাদা টি-শার্ট পরা একটি তরুণী নীল শার্ট পরা অন্য এক জন তরুণীকে থাপ্পড় মারছেন। চড় খেয়ে অবশ্য দমে যাননি দ্বিতীয় তরুণী।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৫ ১৬:০০
Share:
fight broke out between two girls

ছবি: সংগৃহীত।

বন্ধুদের মধ্যে তর্কাতর্কি। তা থেকে হাতাহাতি। বচসা হতে হতে একে অপরের উপর ঝাঁপিয়ে পড়লেন দুই ছাত্রী। এক জন অপর জনকে থাপ্পড় মারতেই পাল্টা আক্রমণ করতে তেড়ে এলেন অন্য জন। নিমেষে ‘রণক্ষেত্রের’ চেহারা নিল পুরো ক্লাসরুম। বচসার কারণ যদিও অজানা। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে সমাজমাধ্যমে। ভিডিয়োটি কোথায় ও কবে তোলা হয়েছে তা স্পষ্ট নয়। ভিডিয়ো দেখে মনে হচ্ছে এটি কোনও কলেজ বা কোচিং সেন্টারের ঘটনা। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ঝগড়া করতে করতে সাদা টি-শার্ট পরা এক তরুণী নীল শার্ট পরা অন্য এক জন তরুণীকে থাপ্পড় মারছেন। চড় খেয়ে দমে যাননি দ্বিতীয় তরুণী। তিনিও এগিয়ে এসে প্রথম তরুণীর চুল ধরে টানতে থাকেন। নীল শার্ট পরা মেয়েটি সাদা শার্ট পরা মেয়েটির চুল টেনে ধরেন এবং তাঁর পিঠে এবং মুখে ঘুষি মারতে মারতে থাকেন। মুহূর্তে সংঘর্ষ আরও তীব্র হয়। পাশে দাঁড়িয়ে থাকা এক ছাত্র ও ছাত্রী দু’জনের লড়াই থামানোর চেষ্টা করলেও লাভ হয়নি। দুই ছাত্রী একে অপরকে এলোপাথাড়ি চড়- ঘুষি মারতে থাকেন। সহপাঠীরা অনেক চেষ্টার পর তাদের আলাদা করতে সমর্থ হন। ঘটনাটি মোবাইলে ক্যামেরাবন্দি করে রাখেন ওই ক্লাসরুমেরই অন্য পড়ুয়া।

‘ঘর কা কলেশ’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করার পর সেটি নেটাগরিকদের মনে কৌতূহলের জন্ম দিয়েছে। মন্তব্য বিভাগে বেশির ভাগ ব্যবহারকারীরাই কলেজ এবং শহরের নাম জিজ্ঞাসা করছেন। ভিডিয়োটি দেখে দুই ছাত্রীর আচরণের সমালোচনা করেছেন অনেকেই।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement