Sonu Nigam Clarifies

‘পাথর ছোড়া হয়নি’! দিল্লির অনুষ্ঠানে আসলে কী ঘটেছিল নিজেই জানালেন সোনু নিগম

সোনু নিগমের অনুষ্ঠান চলাকালীন পাথর ও বোতল ছোড়া হয়েছে বলে খবর ছড়ায়। এ বার সেই দাবি নিজেই অস্বীকার করলেন গায়ক।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ মার্চ ২০২৫ ১৭:৫০
Share:
সোনু নিগম।

সোনু নিগম। ছবি: সংগৃহীত।

রবিবার দিল্লি টেকনোলজিক্যাল বিশ্ববিদ্যালয়ে একটি লাইভ অনুষ্ঠান করতে গিয়েছিলেন গায়ক সোনু নিগম। গানের অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পর শোনা যায় সেখানে গাইতে গিয়ে রীতিমতো হেনস্থার শিকার হতে হয়েছে গায়ককে। অভিযোগ ওঠে, সোনুর অনুষ্ঠান চলাকালীন পাথর ও বোতল ছোড়া হয় মঞ্চে।

Advertisement

এ বার সেই দাবি নিজেই অস্বীকার করলেন সোনু। গায়ক জানিয়েছেন কোনও পাথর ছোড়া হয়নি, বরং তাঁর উপর বৈদ্যুতিন সিগারেট নিক্ষেপ করা হয়। যা সোজা তাঁর দলের এক সদস্যের বুকে এসে লাগে।

অনুষ্ঠান শুরু হওয়ার পর থেকেই বাড়তে থাকে দর্শকসংখ্যা। এক লক্ষেরও বেশি ছাত্রছাত্রীর ভিড় হয়েছিল বলে জানা যায়। অভিযোগ, তাঁদেরই একাংশ থেকে মঞ্চের দিকে পাথর ও বোতল ছোড়া শুরু হয়। যদিও সে রাতের পরিস্থিতি ঠান্ডা মাথায় সামলে দেন গায়ক। প্রাথমিক ভাবে এমনটাই জানা গিয়েছিল। অনুষ্ঠানের বেশ কিছু ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়ে সোনু বলেন, ‘‘বলা হচ্ছে আমার শো চলাকালীন বোতল ও পাথর নিক্ষেপ করা হয়েছে। এমন কিছুই ঘটেনি। কেউ একটি ভেপ (বৈদ্যুতিন সিগারেট ) নিক্ষেপ করেছিল যা আমার দলের এক সদস্যের বুকে লাগে। বিষয়টি জানতে পেরেই গান থামিয়ে বলেছিলাম, যদি আবার এমন হয় তা হলে অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হবে।’’

Advertisement

তবে নেটাগরিকদের অনেকেই মনে করছেন সোনু গোটা বিষয়টি স্পষ্ট করলেন কারণ তিনি চান না তাঁর ভাবমূর্তির উপর কোনও প্রভাব পড়ুক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement