viral video of dog

জ্বলন্ত বাজি নিয়ে কেরামতি দেখাল দেশি কুকুর, ভিডিয়ো দেখে থমকাল সমাজমাধ্যম

একটি ছোট্ট কুকুরের কাণ্ডকারখানা দেখে হেসে কুটিপাটি সমাজমাধ্যম ব্যবহারকারীরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৪ ১০:৪৪
Share:

ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

সাধারণত পশুপাখিরা আতশবাজি থেকে দূরে থাকতেই পছন্দ করে। আলো বা শব্দের চোটে উৎসবের মরসুম শুরু হলেই পোষ্যদের ছটফটানি শুরু হয়ে যায়। কালীপুজো এগিয়ে এলে তা পরিণত হয় আতঙ্কে। শব্দের তাণ্ডবে অনেক পোষ্য কুকুর বা বেড়ালের আশ্রয়স্থল হয় খাটের তলা। তবে সম্প্রতি একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে যা দেখে চমকে উঠছেন অনেকেই। একটি ছোট্ট দেশি কুকুরের কাণ্ডকারখানা দেখে হেসে কুটিপাটি সমাজমাধ্যম ব্যবহারকারীরা। স্বভাববিরুদ্ধ ভাবে একটি আতশবাজি মুখে নিয়ে দৌড়তে দেখা গিয়েছে এই সারমেয় শাবকটিকে। যদিও ভাইরাল সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

‘মিথিক্যালরিলকমেন্টস’ নামের একটি অ্যাকাউন্ট থেকে যে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে যাতে দেখা গিয়েছে, দীপাবলির উৎসব পালন করছেন লোকজন। জ্বালানো হচ্ছে আতশবাজিও। হঠাৎ দেখা যায় একটি তুবড়ি জাতীয় বাজিতে আগুন দেওয়ার সঙ্গে সঙ্গে সেটি মুখে নিয়ে দৌড়ে বাড়ির মধ্যে ঢুকে পড়ে সাদা ও বাদামি ছোপ দেওয়া একটি কুকুরছানা। তাকে নিরস্ত করতে তার পিছনে ছুটে যান এক ব্যক্তি ও আরও একটি বড় কালো কুকুর। কুকুরছানার মুখ থেকে বাজিটি বার করে ছুড়ে ফেলে দেন ওই ব্যক্তি। তার পরেও নাছোড়বান্দা ছিল কুকুরটি। সেটিকে মুখে তুলে নিয়ে ছুটে যায় নিজের ছোট্ট আস্তানায়। তখনও সশব্দে ফাটছিল বাজিটি। কোনও কিছুর তোয়াক্কা করেনি নির্ভীক কুকুরশাবকটি। যা দেখে অবাক হয়েছে সমাজমাধ্যম। এক সমাজমাধ্যম ব্যবহারকারী লিখেছেন, কুকুরছানাটি ‘পুষ্পা’ থেকে অনুপ্রেরণা পেয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement