viral video

বিয়ে শেষ করেই স্ত্রীকে চড় কষালেন যুবক! নববধূর অভিযোগে চাকরি থেকে বরখাস্ত পুলিশ স্বামী

আচার-অনুষ্ঠান চলাকালীন নববিবাহিতা স্ত্রীকে চড় মারার একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। সেই ভিডিয়ো ছড়িয়ে যাওয়ার পর সেই পুলিশ অফিসারকে নিলম্বিত (সাসপেন্ড) করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৫৮
Share:
A policeman slapped his newly-wed bride immediately after marriage in a temple

ছবি: সংগৃহীত।

সদ্য শেষ হয়েছে বিয়ের অনুষ্ঠান। বরবধূ দুজনের গলায় ফুলের মালা, নববধূর সিঁথি রাঙানো চও়ড়া মেটে সিঁদুর। মন্দিরেই বিয়ে করেছেন পাত্র-পাত্রী। সেই আনন্দ-অনুষ্ঠান মুহূর্তে পাল্টে গেল বচসা ও হাতাহাতিতে। রাগের মাথায় সদ্যবিবাহিতা স্ত্রীকে থাপ্পড় মেরে বসলেন বর। পেশায় তিনি আবার পুলিশও বটে। মন্দিরে আচার-অনুষ্ঠান চলাকালীন নববিবাহিতা স্ত্রীকে চড় মারার একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। সেই ভিডিয়ো ছড়িয়ে যাওয়ার পর সেই পুলিশ অফিসারকে নিলম্বিত (সাসপেন্ড) করা হয়েছে। সংবাদমাধ্যমে বলা হয়েছে, ঘটনাটি বিহারের। অভিযুক্ত ব্যক্তি বিহার পুলিশে কর্মরত। বিহারের পুলিশ সুপারের কার্যালয়ে পরিদর্শক হিসেবে পরিচয় দেওয়া ব্যক্তির বিরুদ্ধে অভিযোগও দায়ের করেন তাঁর স্ত্রী।

Advertisement

৪৫ সেকেন্ডের ভিডিয়োয় দেখা গিয়েছে, সবুজ রঙের জামা পরা যুবক কোনও বিষয় নিয়ে পাশে বসে থাকা তাঁর নববিবাহিত স্ত্রীর সঙ্গে তর্ক জুড়ে দিয়েছেন। পরে তিনি বাইরে এসে হঠাৎ করেই স্ত্রীর গায়ে হাত তোলেন । বিবাহ অনুষ্ঠানে উপস্থিত আত্মীয়েরা হস্তক্ষেপ করেন এবং মহিলাকে উদ্ধার করেন । তর্কের সময় তরুণীকে চুপ করে থাকতেই দেখা গিয়েছে।

ভিডিয়োটি ‘ঘর কা কলেশ’ নামের এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। সমাজমাধ্যম ব্যবহারকারীরা ভিডিয়োটি দেখে ক্ষোভ প্রকাশ করেছেন। প্রকাশ্যে মহিলার গায়ে তোলা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। এক জন লিখেছেন, ‘‘বিয়ে থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে আসার এটি একটি উপায়।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement