viral video

তামিলনাড়ুতে শুঁড়ে পেঁচিয়ে বাইক আরোহীকে আছাড় বুনো হাতির! মৃত্যু জার্মান পর্যটকের,ভাইরাল ভিডিয়ো

তামিলনাড়ুতে শুঁড়ে পেঁচিয়ে বাইক আরোহীকে আছাড় বুনো হাতির! মৃত্যু জার্মান পর্যটকের,ভাইরাল ভিডিয়ো

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:২৫
Share:
A video of a wild elephant tossing and throwing away a German tourist went viral

—প্রতীকী ছবি।

সামনেই দাঁড়িয়েছিল সাক্ষাৎ মৃত্যুদূত। তাকে অগ্রাহ্য করে মোটরবাইক নিয়ে এগোতেই ঘটে গেল মর্মান্তিক ঘটনা। তামিলনাড়ুর ভালপারাইয়ের কাছে টাইগার ভ্যালির রাস্তায় এক জার্মান পর্যটককে শুঁড়ে পেঁচিয়ে আছাড় মেরে ছুড়ে ফেলে দিল বিশাল এক বুনো হাতি। সেই ঘটনারই ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। হাতির আক্রমণে আহত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর মারা যান ওই বিদেশি পর্যটক। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। বাইকের পিছনে থাকা গাড়ি থেকে সেই দুর্ঘটনার ভিডিয়োটি ক্যামেরাবন্দি করা হয়েছে। সামনে বন্যপ্রাণের উপস্থিতি অগ্রাহ্য করে বাইকটি নিয়ে এগিয়ে যেতেই প্রাণ দিতে হল ৭৭ বছর বয়সি জার্মান নাগরিক মাইকেলকে। ঘটনাটি ৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় ঘটে।

Advertisement

‘ঘর কা কলেশ’ নামের এক্স হ্যান্ডল থেকে ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ওই ব্যক্তি মোটরবাইকে চড়়ে দ্রুত এগিয়ে চলেছেন। সেই সময় সেখানে আরও কয়ে ক'জন যাত্রী গাড়ি নিয়ে যাচ্ছিলেন। হাতিটিকে দেখে নিরাপদ দূরত্বে তাঁরা গাড়ি থামিয়ে দেন। বিদেশি ব্যক্তি তোয়াক্কা না করে এগিয়ে যান ও প্রাণীটিকে এড়াতে রাস্তার ডান দিকে ঘুরে যান। তাতেও শেষরক্ষা হয়নি। তাকে ধাওয়া করে আক্রমণ করে গজরাজ। মাইকেল মোটরবাইক ফেলে জঙ্গলের দিকে পালিয়ে যান প্রথমে। ফিরে এসে মোটরসাইকেলটি উদ্ধার করতে গিয়েই ঘটে বিপত্তি। সেই সময় হাতিটি আবার তাকে আক্রমণ করে, যার ফলে মারাত্মক জখম হন মাইকেল। তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় ও পরে তিনি সেখানেই মারা যান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement