Andre Agassi in French Open

ফরাসি ওপেনে বিশ্লেষকের ভূমিকায় দেখা যাবে আগাসিকে

টিএনটি স্পোর্টস চ‍্যানেলে ফরাসি ওপেনের সেমিফাইনাল ও ফাইনাল ম‍্যাচের বিশ্লেষণ করবেন ১৯৯৯ সালের রোলাঁ গারো চ্যাম্পিয়ন আগাসি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৫ ০০:২৪
Share:
প্রাক্তন টেনিস তারকা প্রাক্তন টেনিস তারকা।

প্রাক্তন টেনিস তারকা প্রাক্তন টেনিস তারকা। —ছবি : সংগৃহীত

এ বারের ফরাসি ওপেনে দেখা যাবে আন্দ্রে আগাসিকে। টেলিভিশনে বিশ্লেষকের ভূমিকায় থাকবেন এই প্রাক্তন টেনিস তারকা।

Advertisement

টিএনটি স্পোর্টস চ‍্যানেলে ফরাসি ওপেনের সেমিফাইনাল ও ফাইনাল ম‍্যাচের বিশ্লেষণ করবেন ১৯৯৯ সালের রোলাঁ গারো চ্যাম্পিয়ন ও মোট আটটি গ্র্যান্ড স্ল্যামের মালিক। টিএনটি স্পোর্টস ও ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি এক বিবৃতিতে এই খবর জানিয়েছে।

২৫ মে থেকে এ বারের ফরাসি ওপেন শুরু হচ্ছে। আগাসির পর আমেরিকার আর কোনও খেলোয়াড় ফরাসি ওপেনের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হতে পারেননি। ২০১১ সালে তাঁকে ইন্টারন্যাশনাল টেনিস হল অফ ফেমে অন্তর্ভুক্ত করা হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement