Indian Cricket Team

আগামী অক্টোবরে ইডেনে টেস্ট, কাদের সঙ্গে খেলবে ভারত?

এই বছর দেশের মাটিতে ভারতীয় ক্রিকেট দলের সূচি ঘোষণা করল বিসিসিআই। ইডেন টেস্ট ম‍্যাচ পাচ্ছে আগামী শীতে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৫ ০১:০৩
Share:
ইডেন টেস্ট ম‍্যাচ পাচ্ছে আগামী শীতে।

ইডেন টেস্ট ম‍্যাচ পাচ্ছে আগামী শীতে। —ফাইল চিত্র।

এই বছর দেশের মাটিতে ভারতীয় ক্রিকেট দলের সূচি ঘোষণা করল বিসিসিআই। ইডেন টেস্ট ম‍্যাচ পাচ্ছে আগামী শীতে।

Advertisement

এই বছর ভারতীয় দল দেশের মাটিতে খেলবে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। এর মধ্যে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট হবে কলকাতায়। ১০ অক্টোবর থেকে টেস্ট শুরু। দুই টেস্টের সিরিজের প্রথম ম্যাচ ২ অক্টোবর থেকে আমদাবাদে।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ শেষ হওয়ার পর ভারত খেলবে দক্ষিণ আফ্রিকার সঙ্গে। এই সিরিজে তিন ধরনের ম্যাচই হবে। ১৪ নভেম্বর থেকে দিল্লিতে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট গুয়াহাটিতে ২২ নভেম্বর থেকে। গুয়াহাটিতে এটিই প্রথম টেস্ট ম্যাচ হতে চলেছে। চারটি টেস্টই সকাল ৯:৩০ থেকে।

Advertisement

এরপর প্রোটিয়াদের বিরুদ্ধে তিন ম্যাচের এক দিনের সিরিজ খেলবে ভারত। খেলা হবে রাঁচি (৩০ নভেম্বর), রায়পুর (৩ ডিসেম্বর) ও বিশাখাপত্তনমে (৬ ডিসেম্বর)। তিনটি ম্যাচই দুপুর ১:৩০ থেকে। সব শেষে রয়েছে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ম‍্যাচ হবে কটক (৯ ডিসেম্বর), চণ্ডীগড় (১১ ডিসেম্বর), ধরমশালা (১৪ ডিসেম্বর), লখনউ (১৭ ডিসেম্বর), আমদাবাদ (১৯ ডিসেম্বর)। পাঁচটি টি-টোয়েন্টি ম‍্যাচই সন্ধ্যা ৭টা থেকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement