CSIR Recruitment 2025

৩৪টি পদে কর্মী নিয়োগ করবে জাতীয় পরিবেশ সংক্রান্ত প্রতিষ্ঠান, কী কী যোগ্যতা প্রয়োজন?

নিযুক্তেরা প্রতি মাসে ৩৬,৪৯৩ টাকা থেকে ৪৯,৬২৩ টাকা পারিশ্রমিক হিসাবে পাবেন।

Advertisement
শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৫ ২৩:২৫
Share:
National Environmental Engineering Research Institute.

ন্যাশনাল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট। ছবি: সংগৃহীত।

কেন্দ্র সরকার অধীনস্থ প্রতিষ্ঠানে কর্মখালি। কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (সিএসআইআর)-এর অধীনস্থ ন্যাশনাল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউটে কর্মী প্রয়োজন। শূন্যপদ ৩৪টি।

Advertisement

ওই সংস্থার তরফে জুনিয়র সেক্রেটারিয়ট অ্যাসিস্ট্যান্ট এবং জুনিয়র স্টেনোগ্রাফার পদে কর্মী নিয়োগ করা হবে। সংস্থার তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রার্থীদের লিখিত পরীক্ষা, প্রফিশিয়েন্সি টেস্টের মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে। নিযুক্তদের কর্মস্থল হবে প্রতিষ্ঠানের জ়োনাল সেন্টারগুলিতে।

প্রার্থীদের দ্বাদশ উত্তীর্ণ হতে হবে। একই সঙ্গে তাঁদের কম্পিউটারে দ্রুত টাইপিং কিংবা স্টেনোগ্রাফির দক্ষতা থাকা প্রয়োজন। তবে, আবেদনকারীদের বয়সের কোনও ঊর্ধ্বসীমা নির্ধারণ করা হয়নি। এ বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

Advertisement

আবেদনকারীদের অনলাইনে একটি ফর্ম পূরণ করে আবেদন জমা দিতে হবে। ৩০ এপ্রিল আবেদনের শেষ দিন। নিযুক্তরা প্রতি মাসে ৩৬,৪৯৩ টাকা থেকে ৪৯,৬২৩ টাকা পারিশ্রমিক হিসাবে পাবেন। এই বিষয়ে আরও জানতে ন্যাশনাল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউটে ওয়েবসাইটে নজর রাখতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement