app cab ratings

‘চুমু খেতে পারদর্শী!’ ক্যাবচালকের ‘গ্রাহক-রেটিং’ দেখে চমকাল সমাজমাধ্যম

এক্স হ্যান্ডল থেকে একটি পোস্ট ভাইরাল হয়েছে। মহাম্মদ নামের চালক গাড়ি চালিয়ে যা যা প্রশংসা অর্জন করেছেন তার একটি স্ক্রিনশট দেওয়া হয়েছে সেই পোস্টটিতে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২৪ ১৫:৪২
Share:

—প্রতীকী ছবি।

ক্যাবে উঠলে আমরা প্রায়শই চালকের ব্যবহার, তিনি কেমন গাড়ি চালান সে সম্পর্কে মতামত দিয়ে থাকি অ্যাপে। এক ক্যাবচালকের আট বছরের আগের একটি রেটিং সম্প্রতি ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। সেই গ্রাহক ওই ক্যাবের অ্যাপটিতে রেটিং দেওয়ার সময় লিখে দিয়েছিলেন চালক খুব ভাল চুমু খেতে পারেন। অন্যান্য মন্তব্যের তুলনায় যা খানিকটা উদ্ভট বলে মনে করছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা। সম্প্রতি এক্স হ্যান্ডল থেকে একটি পোস্ট ভাইরাল হয়েছে। মহাম্মদ নামের চালক গাড়ি চালিয়ে যা যা প্রশংসা অর্জন করেছেন তার একটি স্ক্রিনশট দেওয়া হয়েছে সেই পোস্টটিতে। যার সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

ওই পোস্টটিতে দেখা গিয়েছে, চালক আট বছর ধরে একটি অ্যাপ ক্যাব সংস্থার সঙ্গে যুক্ত। এই আট বছরে তিনি ৫-এর মধ্যে ৪.৯৬ রেটিং পেয়েছেন। ১০১৩৮ টি ট্রিপ সম্পূর্ণ করেছেন তিনি। স্ক্রিনশটে দেখা গিয়েছে যাত্রীদের অনেকেই তাঁর পরিষেবায় সন্তুষ্ট হয়ে ভাল ভাল মন্তব্য করেছেন। এদের মধ্যেই একটি ‘বিশেষ’ মন্তব্য সমাজমাধ্যমে নজর কেড়েছে। চালক কেমন গাড়ি চালান বা তাঁর ব্যবহার কেমন, সে সব না লিখে সটান লিখে দিয়েছিলেন চালক ‘দুর্দান্ত চুম্বনকারী’! পোস্টটি সমাজমাধ্যমে ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে প্রচুর প্রতিক্রিয়া জমা পড়েছে। অনেকে অবশ্য এই মন্তব্যটি না দেখেই শুধুমাত্র চালকের পরিষেবার রেটিং দেখেই অবাক হয়েছিলেন। এক জন ব্যবহারকারী লিখেছেন ‘‘চালকের ট্রিপের পরিমাণ দেখে ভেবেছিলাম চালক খুবই দক্ষ। তার পর নিচের দিকে তাকাতেই মন্তব্য চোখে পড়ল।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement