সপ্তদশ লোকসভার মতো ‘শূন্যতা’ আর থাকছে না। অষ্টাদশ লোকসভায় সংসদ পাচ্ছে নতুন ‘ডেপুটি স্পিকার’। নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর এই পদে স্থলাভিষেক হয়েছিল এনডিএ শরিক এআইডিএমকে সাংসদ এম থাম্বি দুরাইয়ের। ২০২৩ সালে বিজেপি-এআইডিএমকে—এর ‘ব্রেক আপ’ হওয়ার পর ওম বিড়লার মতো থাম্বির আর পুনঃনির্বাচনের সম্ভাবনা নেই। শোনা যাচ্ছে, টিডিপি এবং জেডিইউয়ের সঙ্গে কথা বলে এই পদ শরিকদেরই ছাড়তে চাইছে বিজেপি। অন্যদিকে প্রার্থী ঠিক করে শাসককে ইতিমধ্যেই কড়া চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে বিরোধী শিবির। সংসদে ‘ডেপুটি স্পিকার’ পদের জন্য লড়বেন ফৈজ়াবাদ লোকসভা থেকে জয়ী সমাজবাদী সাংসদ অবধেশ প্রসাদ। নব নির্মিত রাম মন্দির যে অযোধ্যায় পুনঃপ্রতিষ্ঠিত, সেখানকার সাংসদকেই এই পদের জন্য সমর্থন করেছে ডিএমকে, আপ এবং সিপিআইএমএল-এর মতো শরিকরাও।