জয়নগরে ৬২ দিনে, ফারাক্কায় ৫৯ দিনে বিচার। ১২০ দিন পেরিয়ে গেল এখনও কেন বিচার পেল না আর জি কর? মিছিল, মিটিং, প্রতিবাদের মধ্যেই আবার জামিন তরুণী চিকিৎসককে খুন এবং ধর্ষণের সন্দেহভাজন দুই ষড়যন্ত্রী প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার সাসপেন্ডেড ওসি অভিজিৎ মণ্ডল। নির্ধারিত সময়ে চার্জশিট দিতে পারেনি সিবিআই, তাই জামিন দিয়ে শিয়ালদহ আদালত। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। আস্থা হারিয়েছেন খোদ নির্যাতিতার পরিবার। ‘আর সিবিআই তদন্ত চাই না’, নতুন করে তদন্ত চেয়ে হাইকোর্টে ফের মামলা। কী হবে এই মামলার ভবিষ্যৎ? চার্জশিট না দিলেই কি জামিন, কী বলছে আইন?