নব্বই ছুঁইছুঁই বয়স। এখনও হাতের লেখায় মুক্ত ঝ়়রে। ব্যাকস্পেস, অটো কারেক্ট আর হোয়াটসঅ্যাপ মেসেজের বৃত্তেই আমাদের অধিংকাশের জীবন আটকে। কি-বোর্ডের যান্ত্রিকতার আড়ালে ঢাকা পড়ে যায় হাতের লেখার ছন্দ। সেই বৃত্তের বাইরের বৃহত্তর বৃত্তের অংশ লেখক সঞ্জীব চট্টোপাধ্যায়। সেই বৃত্তে হাতের লেখা নিয়ে চর্চা করা হয়। হয় মেধার চর্চা। লেখক সঞ্জীব চট্টোপাধ্যায়ের সঙ্গে কালি-কলমের নিবিড় সম্পর্ক।