Panchyat Election 2023

পঞ্চায়েত ভোটে মুর্শিদাবাদে সব থেকে বেশি মৃত্যু, রাজ্যে এখনও পর্যন্ত হিংসার বলি ৩৭

পঞ্চায়েত ভোটের দিনই রাজ্যে নিহত ১৫।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৯ জুলাই ২০২৩ ১৮:৪৮
Share:
Advertisement

অশান্তি। হুমকি। ছাপ্পা ভোট। গুলি। বোমা। জখম। খুন। পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ভোটে ফিরল চিরায়ত ছবি। রক্তপাতের ভোটে গোটা রাজ্যে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৭ জনের। ভোটের দিনই বাংলায় ১৫ জনের মৃত্যু হয়েছে। এঁদের মধ্যে ১০ জনই রাজ্যের শাসক দলের কর্মী এবং সমর্থক। কংগ্রেস (২), সিপিএম (১), বিজেপি (২) মিলিয়ে মৃত্যু হয়েছে ৫ জনের। রাজ্যে হিংসার নিরিখে ‘এগিয়ে’ থাকা জেলা মুর্শিদাবাদ। মনোনয়ন পর্ব থেকে ভোট প্রক্রিয়া পর্যন্ত সেখানে মৃত্যু হয়েছে অন্তত ১০ জনের। শনিবার ভোট চলাকালীনই এই জেলায় মৃত্যু হয়েছে ৪ জনের। মৃত্যুমিছিলে নাম লিখিয়েছে কলকাতা লাগোয়া জেলা দক্ষিণ ২৪ পরগনা। ভাঙড়, বাসন্তী মিলিয়ে এখানে মৃত্যুর সংখ্যা কম করে ৬। মৃত্যু হয়েছে কোচবিহার, মালদহ, পূর্ব বর্ধমান, উত্তর দিনাজপুরেও। রাজ্যে পঞ্চায়েত ভোটের হিংসায় মৃতদের পরিবারকে ৫০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নির্বাচন কমিশনে এসে এনআইএ এবং সিবিআই তদন্তের দাবি জানিয়ে আহতদের পরিবার পিছু রাজ্য সরকারের কাছে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের দাবিও করেছেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement