প্রতিবেদন: সৌরভ, সম্পাদনা: বিজন
ব্যারাকপুরের রুইয়া পূর্ব পাড়া থেকে হাওড়া স্টেশন, ৩৫ কিলোমিটার রাস্তা, দিনে তিন বার আপ এবং ডাউন— এই রুটেই বেঁচে আছে শহর কলকাতার শেষ কাঠের বাস। এই বাসের সংরক্ষণের দাবি জানিয়ে হাওড়া ময়দান থেকে ধর্মতলা পর্যন্ত বাসযাত্রার আয়োজনে কলকাতা বাস-ও-পিডিয়া। একই সঙ্গে শহর কলকাতায় পরিষেবা দেওয়া ৫২ নম্বর রুট-কে ‘হেরিটেজ’ ঘোষণা করার দাবিও রয়েছে তাদের। উদ্যোক্তা সৌভিক মুখোপাধ্যায়ের কথায়, “বাসযাত্রা করার উদ্দেশ্য মূলত দুটো। এক, ৫৬ নম্বর রুটে চলা শেষ কাঠের বাস সংরক্ষণ করতে হবে। দ্বিতীয়, রুট নম্বর ৫২, কলকাতার সব থেকে পুরনো এই বাস রুটকে ঐতিহ্যের সম্মান দিতে হবে।”