প্রতিবেদন: সুদীপ্তা, সম্পাদনা: সৈকত
ঘূর্ণিঝড় মিগজাউমের স্পেল শেষ হতেই ব্যাট হাতে মাঠে নেমে পড়েছে শীত। হু হু নামছে পারদ। আর পারদ পতনের সঙ্গে সঙ্গেই কমছে তাপমাত্রাও। এ দিন বঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। দক্ষিণবঙ্গে যেখানে শীতের শুরু, উত্তরবঙ্গে তখন তুষারপাতের পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী দিনে দার্জিলিং, কালিম্পঙের মতো জেলায় বরফপাতের সম্ভবনা রয়েছে। পাহাড়ি বরফপাতের এই অভূতপূর্ব সৌন্দর্য দেখতে ভ্রমণপিপাসুদের অনেকেই এ বার পাহাড়মুখী।