প্রতিবেদন: সুদীপ্তা, সম্পাদনা: সৈকত
দইঘাট থেকে সোনারপুর, আদিগঙ্গায় প্রায় সাড়ে ১৫ কিলোমিটার পথে নৌকবিহার! প্রকল্প বাস্তবায়নে খরচ হবে ৩২ কোটি টাকা। সবটাই বহন করছে রাজ্য সরকার। কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিমের নেতৃত্বে কাজও শুরু করে দিয়েছে পুরসভা। সোমবার কলকাতা পুরসভার জলযানে করে গোটাটা ঘুরেও দেখেন তিনি। মেয়র জানিয়েছেন, আদিগঙ্গা সংস্কারের কাজ অনেক আগেই শুরু হয়েছে, এ বার টালিনালার দুই তীরে লোহার জাল বসানোর ভাবনাচিন্তা করা হয়েছে। ফিরহাদ হাকিমের কথায়, “মানুষ মনে করছে আদিগঙ্গা একটা ভ্যাট। মানুষকে সচেতন হতে হবে। এ ভাবে সব জায়গায় যদি লোহার জাল বসাতে হয় তাহলে তো মনে হবে জেলের ভিতর রয়েছি।”