প্রতিবেদন: প্রচেতা
আগামী এক সপ্তাহ কেমন থাকবে রাজ্যের আবহাওয়া? আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, রবিবার রাজ্যে তেমনভাবে বৃষ্টির কোনও সম্ভবনা নেই। তবে সোমবার থেকেই তুলনামূলকভাবে বাড়বে বৃষ্টি। চলবে বৃহস্পতিবার পর্যন্ত। আবহাওয়াবিদ সৌরীশ বন্দ্যোপাধ্যায়ের কথায়, “সোম থেকে বৃহস্পতি, দক্ষিণবঙ্গে তুলনামূলকভাবে বাড়বে বৃষ্টি। কোথাও কোথাও রয়েছে বজ্রপাতের সম্ভাবনাও।” উত্তরবঙ্গেও রবি এবং সোম বৃষ্টিপাতের সম্ভাবনা তুলনামলক কম। তবে মঙ্গল থেকেই উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে বলেই ইঙ্গিত হাওয়া অফিসের। এ দিকে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় রবিবার তাপমাত্র থাকছে সর্বোচ্চ ৩৫ ডিগ্রি। আগামী দিনে তাপমাত্রা কিছুটা হলেও কমার আশ্বাস আলিপুর হাওয়া অফিসের। সোমবার থেকে বুধ কলকাতায়ও বাড়বে বৃষ্টিপাত।