Kolkata Municipality Corporation

কলকাতা পুরসভায় বিজেপি -তৃণমূল হাতাহাতি, ‘নতুন কিছু নয়’, বলছেন মালা রায়

শনিবার কলকাতা পুরসভার অধিবেশন চলাকালীন মারামারিতে জড়িয়ে পড়েন তৃণমূল ও বিজেপির কাউন্সিলরেরা। গণ্ডগোল থামাতে গিয়ে হিমশিম খেলেন মেয়র।

প্রতিবেদন: সুদীপ্তা, সম্পাদনা: বিজন

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৩ ১৬:২৬
Share:
Advertisement

শনিবার কলকাতা পুরসভায় মাসিক অধিবেশন চলাকালীন মারামারিতে জড়িয়ে পড়েন তৃণমূল ও বিজেপির কাউন্সিলরেরা। হাতাহাতি থামাতে গিয়ে হিমশিম খেলেন মেয়র ফিরহাদ হাকিম। অধিবেশন কক্ষ ছেড়ে বেরিয়ে যান চেয়ারপার্সন মালা রায়। পরে এ দিনের গণ্ডগোল নিয়ে তৃণমূল কাউন্সিলর অসীম বসু ও বিজেপি কাউন্সিলর সজল ঘোষকে শো-কজ় করেন চেয়ারপার্সন।

এ দিন বিজেপির তরফে পুরসভায় বিজেপির তরফে টেন্ডার দুর্নীতি সংক্রান্ত একটি প্রস্তাব আনা হয়। বিজেপির অভিযোগ, এর পরই হই হট্টগোল শুরু করেন তৃণমূল কাউন্সিলরেরা। বচসায় জড়িয়ে পড়েন তৃণমূল কাউন্সিলর অসীম বসু ও বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। উত্তপ্ত বাক্যবিনিময় গড়ায় হাতাহাতিতেও। ঝামেলায় জড়িয়ে পড়েন আর এক বিজেপি কাউন্সিলর বিজয় ওঝা এবং বোরো চেয়ারম্যান সুদীপ পোল্লেও। পরে চেয়ারপার্সন ফিরে এলে অধিবেশন শুরু হয়। মেয়রের ভাষণ শুরু হলেও, সজলের উপর ‘আক্রমণে’র অভিযোগ তুলে অধিবেশন বয়কট করেন বিজেপি কাউন্সিলরেরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement