প্রতিবেদন: প্রচেতা, সম্পাদনা: বিজন
আগমনের মতো বিদায়েও বিলম্ব! পুজোর মাস এসে গেলেও এখনই চলে যাচ্ছে না বর্ষা। আলিপুর আবাহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, উত্তর-পশ্চিম ভারতের কারণেই রাজ্যে ধীর গতি রয়েছে মৌসুমি বায়ুর। আর সে কারণেই নির্দিষ্ট সময় চলে গেলেও বর্ষা বিদায়ে রয়েছে আরও বিলম্ব। আবহাওয়াবিদ সৌরীশ বন্দ্যোপাধ্যায়ের কথায়, সাধারণত ১০ থেকে ১৫ তারিখের মধ্যেই ‘উইথড্রয়াল’ হওয়ার সম্ভাবনা থাকলেও এ বার তা হয়নি। পুজোতেও কি বৃষ্টি থাকবে? পাকাপোক্ত আভাস না জানালেও সৌরীশ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, বাংলা থেকে এখনই পুরোপুরি ভাবে বর্ষা বিদায় নিচ্ছে না। অক্টোবরের প্রথম সপ্তাহেই যেমন উপকূলীয় জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে সোম এবং মঙ্গলবার বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকবে। বুধবার থেকে পশ্চিমের জেলা যেমন— পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। আগামী চার থেকে পাঁচ দিন কলকাতার আকাশ মেঘলা থাকবে। রাজ্যের রাজধানীতে রয়েছে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। তাপমাত্রা থাকবে একই রকম। আগামী ৭২ ঘণ্টা দমকা হাওয়ার দাপটের আশঙ্কা থেকেই মাঝিদের সমুদ্র না যাওয়ার সতর্কতা দিয়েছে আলিপুর মৌসম ভবন।