প্রতিবেদন: সুদীপ্তা, সম্পাদনা: সৈকত
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী শনিবার সকাল থেকে মুখ ভার আকাশের। শুরু হয়েছে বৃষ্টি। বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত হয়েছে। তার প্রভাবেই জেলায় জেলায় শুরু হয়ে গিয়েছে বৃষ্টির দাপট। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুক্রবার রাত থেকেই বৃষ্টি শুরু হয়েছিল। শনিবার সকালে মুষলধারে বৃষ্টি হয়েছে বেশ কয়েকটি এলাকায়। সকাল থেকে কলকাতার আকাশের মুখ ভার। বৃষ্টির কারণে বিভিন্ন এলাকায় জলও জমে গিয়েছে। উত্তরবঙ্গেও বৃষ্টি চলছে।