Suvendu Adhikari

‘সৌদি আরবে বসে পঞ্চায়েত ভোটে মনোনয়ন’, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ শুভেন্দুর

পঞ্চায়েতে ৪৯ হাজার আসনে লড়াইয়ে বিজেপি: শুভেন্দু অধিকারী

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২২ জুন ২০২৩ ১৯:৫৫
Share:
Advertisement

ভোট হচ্ছে বাংলায়, অথচ মনোয়ন জমা পড়ছে বিদেশ থেকে! পঞ্চায়েত ভোটে তৃণমূলের ‘কারচুপি’ নিয়ে মারাত্মক অভিযোগ রাজ্যের বিরোধী দলনেতার। প্রকাশ্য জনসভা থেকে শুভেন্দুর দাবি, মিনাখায় তৃণমূলের হয়ে মনোনয়ন জমা করা মৈনুদ্দিন মোল্লা রয়েছেন সৌদি আরবে। তাঁর দাবি, ওই তৃণমূল প্রার্থী ৪ তারিখ সৌদি গিয়েছেন, ফিরবেন ১৬ তারিখ। শুভেন্দু অধিকারীর অভিযোগ, “সন্দেশখালির শাহজাহানের কথায় এই কাজ করেছেন মিনাখাঁর বিডিও কামরুল ইসলাম।” এই সভা থেকেই বাগদার বিজেপি বিধায়ককেও নিশানা করেছেন তিনি। তাঁর বক্তব্য, “বিধানসভার ভিতরে বিজেপি বিধায়ক আর বাইরে তৃণমূলের জেলা সভাপতি।” পঞ্চায়েত ভোটের আগে ক্যানিংয়ের নেতা শওকত মোল্লা, ফলতার জাহাঙ্গির খানদের শুভেন্দুর হুঁশিয়ারি, “কেষ্ট মণ্ডলের থেকেও খারাপ অবস্থা কী ভাবে করতে হয় আমরা জানি।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement