Elon Mask

ভারতে আসবে টেসলা? বিনিয়োগ নিয়ে আশার আলো দেখালেন ‘মোদীভক্ত’ ইলন

আমেরিকা সফরে নরেন্দ্র মোদী। নিউ ইয়র্ক শহরে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন টুইটার কর্তা ইলন মাস্ক।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২১ জুন ২০২৩ ২০:৩৮
Share:
Advertisement

আমেরিকায় প্রথম সরকারি সফরে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২১ জুন থেকে ২৪ জুন, ৪ দিনের মার্কিন সফর মোদীর। ভারতের প্রধানমন্ত্রীকে হোয়াইট হাউসে স্বাগত জানাবেন আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফার্স্ট লেডি জিল বাইডেন। সে দেশের সংসদে বক্তব্যও রাখবেন নরেন্দ্র মোদী। ভারতের একমাত্র প্রধানমন্ত্রী হিসাবে দ্বিতীয় বার ইউএস কংগ্রেসে বক্তব্য রাখবেন তিনি। তার আগে স্পেসএক্স কর্তা ইলন মাস্কের সঙ্গে সাক্ষাৎ সারলেন মোদী। কী কথা হল দু’জনের মধ্যে? টুইটার বিতর্কের পর মোদী-মাস্ক সাক্ষাৎ কতটা ফলপ্রসূ হল? সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ইলন মাস্ক জানিয়ে গেলেন, “আমি নিজে নরেন্দ্র মোদীর অনুরাগী। তিনি দেশের কথা ভাবেন। আমাদের ভারতে বিনিয়োগের কথা বলেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এই সাক্ষাৎ চমৎকার ছিল।” অন্যদিকে, আরেকটি সূত্রের খবর অনুযায়ী ভারতে ইলন মাস্কের টেসলা-র ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আশাবাদী নরেন্দ্র মোদী। পরিস্থিতি বেগতিক না হলে, সম্ভবত আগামী বছর ভারতেও আসতে পারেন ইলন মাস্ক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement