প্রতিবেদন: প্রচেতা ও সৌরভ, সম্পাদনা: শুভাশিস
বিশ্বকাপে বাঙালি নেই। কিন্তু বাঙালি আছে সেই বিশ্বকাপেই। উত্তর থেকে দক্ষিণ, ফুটবল উন্মাদনায় উদ্বেলিত শহর। দেওয়াল জুড়ে মেসি, রোনাল্ডো, নেমারদের দাপট। আকাশের দখল নিয়েছে আর্জেন্টিনা, ব্রাজিলের পতাকা। আর এবার মিষ্টিতেও ভাগ বসাল সেই বিশ্বকাপ। কাতার বিশ্বকাপের কথা মাথায় রেখে মিষ্টি তৈরি করল কলকাতার শতাব্দী প্রাচীন প্রতিষ্ঠান। সোনালি রঙের বিশ্বকাপের সামনে দাঁড়িয়ে মেসি এবং রোনাল্ডো। নেতাজি ভবনে বলরাম মল্লিক এবং রাধারমণ মল্লিকের দোকানের এই মিষ্টি এখন আকর্ষণের কেন্দ্র।