প্রতিবেদন: তীর্থঙ্কর, সম্পাদনা: শুভাশিস
ভালবাসার শহরে এখন ফুটবলের মরশুম। দেওয়ালে দেওয়ালে মেসি, রোনাল্ডো আর আকাশে আকাশে ‘রামধনু’। চার বছর পর আবার এসেছে ফুটবল বিশ্বকাপ। লাল, নীল, হলুদ, সবুজে মিশে গিয়েছে কলকাতা। উৎসবের শহরে নিজের মতো করে সেজে উঠেছে বেনিয়াটোলার ফকির চক্রবর্তী লেন। উত্তর কলকাতার এই গলিকে এক ঝলক দেখলে মনে হবে, এ যেন বিশ্বকাপের থিমে দুর্গাপুজো। কাতার বিশ্বকাপের জন্য কেমন সেজেছে কলকাতার ফিফা গলি, দেখুন।