প্রতিবেদন: প্রচেতা
বৃহস্পতিবার পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক, তাপমাত্রা থাকবে ১৬ থেকে ১৭ ডিগ্রির মধ্যেই। আন্দামানে তৈরি হওয়া নিম্নচাপের জেরে যে হাওয়া রাজ্যে ঢুকবে তাতে পারদ নামতে পারে আরও এক ডিগ্রি। তবে শুক্রবার থেকেই আবহাওয়ার কিছুটা পরিবর্তন হবে, এমনই পূর্বাভাস আলিপুর হাওয়া অফিসের। বাংলায় কি শীত ধারাবাহিক হবে? প্রশ্নের উত্তরে আবহওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘এই রাজ্যে শীত কার্যত স্যান্ডউইচ। উপরে পশ্চিমী ঝঞ্ঝা এবং নিচে বঙ্গোপসাগর, এই দুই কারণে বঙ্গে বাধা পায় শীত।’’