আমরা দুই প্রজন্ম নাচের ধারকাছ দিয়ে যাইনি, মেয়ে ওটা ভাল করে শিখছে: শাশ্বত
“আবার ওঁর কথা কেন মনে করাচ্ছ? খুব মিষ্টি হাসি ছিল। স্বস্তিকার কাছে খুব বকুনি খেত। সকালে ক্রিকেট খেলে শুটিংয়ে আসত।” সুশান্তের কথা বলতে গিয়ে আবেগপ্রবণ শাশ্বত।
আনন্দবাজার অনলাইন প্রতিবেদন
শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২৫ ১৮:১৩
Share:
Advertisement
সব ইন্ডাস্ট্রিতে দাপিয়ে কাজ করছেন শাশ্বত চট্টোপাধ্যায়। নামজাদা তারকাদের খুব কাছ থেকে দেখেছেন। কী অভিজ্ঞতা শাশ্বতের ঝুলিতে? রণবীর থেকে দীপিকা, ক্যাটরিনা। বাংলায় প্রসেনজিৎ থেকে জিৎ, দেব। কাকে নিয়ে কী মত তাঁর? জানালেন শাশ্বত চট্টোপাধ্যায়।