প্রতিবেদন: প্রচেতা
কোভিড পরবর্তী সময়ে প্রথম উচ্চ মাধ্যমিক পরীক্ষা। কড়া নিরাপত্তা এবং অনুশাসনে স্কুল জীবনের সব থেকে বড় পরীক্ষায় বসছেন পড়ুয়ারা। অতিমারির কারণে মাধ্যমিকই হয়নি। ঢালাও নম্বর দিয়ে পরীক্ষার্থীদের আগামীর পথ সুগম করে দিয়েছিল পর্ষদ। এবার আবার অফলাইন। খাতায় কলমে পরীক্ষা। কড়া সংসদও। মঙ্গলবার, ২০২৩ সালের উচ্চ মাধ্যমিকের প্রথম পরীক্ষা। কেমন ছিল প্রস্তুতি? কী ভাবে সন্তানকে পরীক্ষার জন্য তৈরি করলেন মা। কলেজ স্ট্রিট ঘুরে হিন্দু, হেয়ার স্কুলে পরীক্ষা দিতে আসা পড়ুয়া এবং অভিভাবকদের সঙ্গে কথা বলে কী জানতে পারল আনন্দবাজার অনলাইন?