দেশের রাষ্ট্রপতি এক জন নারী। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর পদেও মহিলার নাম। কিন্তু একবিংশ শতকে দাঁড়িয়েও কি সমাজের সর্ব ক্ষেত্রে মেয়েদের স্থান ততটাই স্পষ্ট? প্রশ্ন অনেক। সম্মান বা সমানাধিকার আদায়ের লড়াইয়ে নারী কি আদৌ সফল? যে সম্মান তাঁর সহজে পাওয়ার কথা, তা আদায় করার জন্য তাঁদের এত লড়াই করতে হবে কেন? ‘লোকে কী বলবে! সঙ্গে অনুত্তমা’-র নারী দিবস উপলক্ষে দ্বিতীয় পর্বে মনোবিদ অনুত্তমা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লেখিকা সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায়।বিষয় ‘সমানে নারী, সম্মানে নারী’।