Mamata Banerjee Dharna

রাত দু’টো, রেড রোডে মমতার ধর্না মঞ্চ থেকে সরাসরি

রেড রোডে বুধবার দুপুর ১২টা থেকে দু’দিনের ধর্নায় বসেছেন তৃণমূল নেত্রী।

প্রতিবেদন: প্রচেতা

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৩ ০৭:২৮
Share:
Advertisement

কেন্দ্রের ‘বঞ্চনা’র বিরুদ্ধে রেড রোডে আম্বেদকরের মূর্তির নীচে দু’দিনের ধর্নায় বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দাবি, একশো দিনের প্রকল্প থেকে শুরু করে সামাজিক সুরক্ষা প্রকল্পের বকেয়া অর্থ। পাশাপাশি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে কাজে লাগিয়ে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার অভিযোগও করেছেন মমতা। কেন্দ্রের বিরুদ্ধে রেড রোডের ধর্নায় মুখ্যমন্ত্রী হিসাবেই উপস্থিত থাকার কথা এর আগে ঘোষণা করেছিলেন মমতা। কিন্তু বুধবার দেখা যায় মমতার ধর্না মঞ্চে রয়েছে তৃণমূলের প্রতীক। সঙ্গে সঙ্গে বিরোধীরা সরব হয়। প্রশ্ন ওঠে মমতা যখন মুখ্যমন্ত্রী হিসাবে কেন্দ্রের বিরুদ্ধে ধর্নায় বসছেন, তখন তাঁর মঞ্চে তৃণমূলের লোগো কেন? উত্তরে মমতা বলেন, ‘‘আমি বিজেপির মতো সরকারি অর্থ অপচয় করা পছন্দ করি না। তাই এই অনুষ্ঠানটি দলেরই।’’ তবে একই সঙ্গে মমতা জানিয়ে দেন, তিনি যেহেতু সেই দলেরই নির্বাচনে জেতা সরকার, তাই তিনি ‘ডাবল ডিউটি’ করছেন। অনুষ্ঠানের মঞ্চে তিনি যেমন দলের প্রতিভূ হিসাবে রয়েছেন, তেমনই সরকারের প্রতিনিধি হিসাবেও রয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement