Mamata Banerjee

ডিএ দেওয়া বাধ্যতামূলক নয়, ঐচ্ছিক বিষয়, টাকা থাকলে ভালবেসে পুরস্কার দিতাম: মমতা

চিরকুটে চাকরি সিপিএম দিয়েছে। গণশক্তিতে যারা চাকরি করতেন বা করেন, তাঁদের স্ত্রীরা কী ভাবে শিক্ষকতার চাকরি পেলেন? তদন্ত করলেই সব বেরিয়ে আসবে: মমতা বন্দ্যোপাধ্যায়

আনন্দবাজার অনলাইন ডেস্ক
হাওড়া শেষ আপডেট: ১৫ মে ২০২৩ ১৮:৫৪
Share:
Advertisement

মহার্ঘ ভাতার দাবিতে সরকারি কর্মচারীদের নাছোরবান্দা আন্দোলনের তীব্র নিন্দা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আন্দোলনকারী সরকারি কর্মচারীরা অফিস চলাকালীন কেন মিটিং, মিছিল করছেন, সরাসরি প্রশ্ন রাজ্যের প্রশাসনিক প্রধানের। মহার্ঘ ভাতা দেওয়া প্রসঙ্গে তাঁর বক্তব্য, “ডিএ দেওয়া বাধ্যতামূলক নয়, ঐচ্ছিক বিষয়। টাকা থাকলে ভালবেসে কাউকে পুরস্কার দিলাম, আমি তো দিয়েছি।” কেন্দ্রের বঞ্চনার অভিযোগ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “৩ শতাংশ ডিএ দিয়েছি। কেন্দ্রের টাকা এনে দিন আরও ৩ শতাংশ দিয়ে দেব।” সরকারি কর্মচারীদের রাজ্যের নিয়ম মেনে চলার পরামর্শ দিয়ে তিনি বলেন, “কেন্দ্র সরকারি কর্মচারীদের নিয়মকানুন আলাদা। রাজ্য সরকারি চাকরি যখন করছেন, তখন রাজ্যের নিয়মকানুন মেনে নিন।” এখানেই শেষ নয়, কলকাতা হাই কোর্টের নির্দেশ ৩৬,০০০ প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল প্রসঙ্গেও এ দিন মন্তব্য করতে শোনা যায় তাঁকে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “সংখ্যাটা ৩৬,০০০। প্রায় ২ লক্ষ পরিবার। আমি বলব, আপনারা হতাশ হবেন না। মন খারাপ করবেন না। আমাদের সরকার মানবিক, দুঃখের সময় পাশে থাকে। আমার মনে হয় এটা ঠিক হচ্ছে না।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement