কলকাতা পুলিশের কাছে দে পরিবারের প্রণয় ও প্রসূনের দাবি, দেনায় বিকিয়ে গিয়েছিল মাথার চুল অবধি। ব্যবসায় ক্ষতি। তাই পরিবারের সদস্যদের খুন করে আত্মহত্যার ছক। দেনা অলেককেই করতে হয়। কিন্তু ধার নেওয়ার আগে কোন কোন বিষয় ভাবতে হয়। কতটা ঋণ নিলে তা আওতার মধ্যে থাকবে। বিশদে জানালেন সঞ্চয় বিশেষজ্ঞ শৈবাল বিশ্বাস।