আইনজীবী অশ্বিনী উপাধ্যায় দোষী সাব্যস্ত হওয়া রাজনীতিকদের ভোটে দাঁড়ানো নিয়ে সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা করেন। সেই মামলাতে ২৬ ফেব্রুয়ারি হলফনামা দিয়ে নিজেদের অবস্থান জানাল কেন্দ্র সরকার। অশ্বিনীর আর্জি, আইনে বদল আনা হোক। দোষী সাংসদ, বিধায়ক, এবং রাজনীতিকদের সারা জীবনের জন্য ভোটে দাঁড়ানো বন্ধ করা হোক। কেন্দ্রের বক্তব্য, সেটা ‘নিষ্ঠুরতা’। কী যুক্তি কেন্দ্রের? অশ্বিনীর আর্জিই বা কি বলছে?