পিসিশাশুড়িকে খুন। ট্রলি ব্যাগে ঢোকাতে তিন টুকরো। সেই ট্রলি নিয়ে কলকাতার কুমোরটুলি ঘাটের উদ্দেশ্যে আসা। এই প্রথম নয়, সুমিতা হত্যাকান্ডে ধৃত ফাল্গুনী এর আগেও জেল খেটেছেন। সুমিতাকে কেন খুন? নেপথ্য কি সুমিতার সম্পত্তি? মা ও মেয়েকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে বারাসত আদালত।