প্রতিবেদন: তীর্থঙ্কর
‘এই নাটক বন্ধ কর, নইলে বম্ব মেরে মঞ্চ উড়িয়ে দেব’, সাদা পাতায় লাল এবং সবুজ কালিতে লেখা এই পোস্টার নিয়েই এখন শোরগোল। শহিদ মিনারে মহার্ঘ্য ভাতার দাবিতে ৩২ দিন ধরে অনশনে সরকারি কর্মচারীরা। সেখানে কারা এই পোস্টার দিয়ে গেল, তা নিয়ে সন্দিহান ওয়াকিবহাল মহল। যদিও সংগ্রামী যৌথ মঞ্চের দাবি, যে ভাবে শাসক দলের নেতা এবং মন্ত্রীরা সরকারি কর্মীদের অনশন নিয়ে মন্তব্য করছেন, পোস্টার পড়ার ঘটনা তারই অংশ। আন্দোলনকারীদের দাবি, ডিএ মঞ্চে হুমকি পোস্টার দেওয়া ‘পরিকল্পিত’। তাঁদের আরও বক্তব্য, ৫ তারিখ এই পোস্টারের কথা জানতে পারলেও সে ভাবে গুরুত্ব দেননি তাঁরা। তবে ধর্মঘটের পর যে ভাবে সরকারি কর্মীদের উপর আক্রমণ বাড়ছে, তাতে লিখিত অভিযোগ করা ছাড়া কোনও উপায় ছিল না। ইতিমধ্যেই ময়দান থানায় উক্ত বিষয়ে অভিযোগ দায়ের করা হয়েছে। আগামী দিনে পঞ্চায়েত ভোটের সময় সরকারি কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে কেন্দ্রীয় বাহিনীর আবেদনও করছেন তাঁরা।