কৃষিজাত বর্জ্য থেকে চামড়া বানানোর প্রযুক্তি উদ্ভাবন করলেন তিরুবনন্তপুরমের ন্যাশনাল ইনস্টিটিউট অব ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স অ্যান্ড টেকনোলজির বিজ্ঞানীরা। বাজারে উপলব্ধ কৃত্রিম চামড়ার থেকেও সস্তা এই চামড়ার বিকল্প। উদ্ভাবকদের দাবি, আগাছা পোড়ানোর বিকল্প পথের সন্ধান দেবে এই চামড়ার উৎপাদন। ইতিমধ্যেই এই প্রযুক্তি কিনে নিয়েছেন মহারাষ্ট্রের এক উদ্যোগপতি, পরিকল্পনা কারখানা খোলার।