প্রতিবেদন: সৌরভ, সম্পাদনা: অলোক
ঋতু বদলায়। মরসুম বদলায়। বদলায় ফুটপাথ। কেবল বদলায় না জীবন। ১০ বছর বয়স থেকেই হাতে চক, ফুটপাথ শাসন করেন শিল্পী বিষ্ণু বরিক। ঠিকানা, এক্সাইড মোড়ের ফুটপাথ। মাথার উপর ছাদ বলতে খোলা আকাশ। সঙ্গী বলতে এখন রাজা রয়েছেন। দুইয়ে মিলে শিল্প করছেন। নিজের মনে, নিজের ছন্দে। সামনেই বড়দিন, কলকাতার ক্যানভাসে বিষ্ণু ফুটিয়ে তুলছেন যিশু। নন্দনে ছবি মেলার মধ্যেই অ্যাকাডেমি অব ফাইন আর্টসে যাওয়ার রাস্তায় সেই জীবন্ত শিল্পকে প্রতিবেদনে ধরে রাখল আনন্দবাজার অনলাইন।