TET

কোর্টের রায় মানেনি কমিশন, ফের অবস্থান, কর্মপ্রার্থীদের তুলে দিল পুলিশ

হাই কোর্টের রায় বলবৎ করতে ব্যর্থ, কমিশনের বিরুদ্ধে ফের মামলার হুঁশিয়ারি।

প্রতিবেদন: তীর্থঙ্কর, সম্পাদনা: বিজন

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০২২ ১৮:২১
Share:
Advertisement

১৩ বছর ধরে বঞ্চিত। হকের চাকরি আদায় করে নিতে দুয়ারে দুয়ারে ঘুরেও কাজ হয়নি। গত ১০ নভেম্বর, হাই কোর্টের বিচারপতি সুব্রত তালুকদার সংশ্লিষ্ট মামলার রায়ে নির্দিষ্ট করে বলেন, আগামী দু’সপ্তাহের মধ্যেই চাকরিপ্রার্থীদের নামের তালিকা প্রকাশ করে দ্রুত নিয়োগ দিতে হবে। আইনি জয়ে সেদিন মিষ্টিমুখ করে স্বেচ্ছায় নিজেদের আন্দোলন তুলে নিয়েছিলেন ২০০৯ সালের দক্ষিণ ২৪ পরগনার প্রাইমারি চাকরিপ্রার্থীরা। মাস খানেক কেটে গেলেও কমিশনের তরফে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। এ দিন তার প্রতিবাদেই ধর্মতলার ‘ধর্নাতলায়’ ফের অবস্থান বিক্ষোভে বঞ্চিত চাকরিপ্রার্থীরা। সেখানেও বাধা! লালবাজারের অনুমতি না থাকলে গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ করা যাবে না, চাকরিপ্রার্থীদের জানিয়েছে ময়দান থানা। এই অবস্থায় এবার লালবাজারের অনুমতি আদায়ে দক্ষিণ ২৪ পগরনার প্রাইমারি চাকরিপ্রার্থীরা (২০০৯)। সেখানে সদুত্তর না পেলে ফের কমিশনের বিরুদ্ধে মামলা করবেন, হুঁশিয়ারি চাকরিপ্রার্থী দেবাশিস বিশ্বাসের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement