প্রতিবেদন ও চিত্রগ্রহণ: প্রিয়ঙ্কর, গ্রাফিক: বিজন
প্রায় মাস খানেক ধরে কাশছেন? সারার লক্ষণ নেই? চিকিৎসকেরা বলছেন দীর্ঘ দিন ধরে কাশিতে ভোগা রুগি এখন প্রায় ঘরে ঘরে। শুধুই ঋতু পরিবর্তন? নাকি এ বারের সর্দিকাশির পিছনে আছে অন্য কোনও কারণ? শহরের দূষিত বায়ু কতটা দায়ী? জলবায়ু পরিবর্তনের ফলেও কী এ সব অসুখবিসুখের প্রকোপ বাড়ছে? কী কী সতর্কতা নেবেন? জানাচ্ছেন সংক্রামক রোগ বিশেষজ্ঞ চিকিৎসক যোগীরাজ রায়।