প্রতিবেদন: সৌরভ, সম্পাদনা: অলোক
৪৬তম কলকাতা আন্তর্জাতিক বইমেলায় প্রকাশিত হল মমতা বন্দ্যোপাধ্যায়ের ৬টি বই। স্যালুট, দুয়ারে সরকারের মতো বই ছাড়াও এ বছরই প্রথম প্রকাশিত হল মমতা বন্দ্যোপাধ্যায় রচিত ইংরেজি কবিতার সংকলন। বাংলা বইয়ের নামানুসারেই যার নামকরণ করা হয়েছে ‘কবিতাবিতান’। বইমেলা প্রাঙ্গনে ‘জাগোবাংলা’-র স্টলে এসে সেই বই কিনলেন রাজ্যের মন্ত্রী বঙ্কিম হাজরা। তাঁর কথায়, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় শুধু বাংলার নয়, সমগ্র সাহিত্য জগতের ভগীরথ।” প্রায় দুই দশক সময় ধরে মমতা বন্দ্যোপাধ্যায়কে কাছ থেকে দেখছেন দোলা সেন। ‘‘অমানবিক পরিশ্রম করে লেখালেখি করেন’’, মমতা বন্দ্যোপাধ্যায়ের বইয়ের সাহিত্য গুণ নিয়ে যারা সমালোচনা করেন, তাঁদের একহাত নিলেন মমতার সতীর্থ দোলা। মমতা বন্দ্যোপাধ্যায়ের বই ছেপে লাভবান হয়েছে প্রকাশনা সংস্থা, অকপট স্বীকারোক্তি প্রকাশক সুধাংশুশেখর দে-র।