ভিডিয়ো সৌজন্য: পিটিআই
২০২২ সালের অক্টোবর। হাথরসে দলিত তরুণীর গণধর্ষণ ও খুনের মামলায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে উত্তরপ্রদেশ পুলিশের হাতে গ্রেফতার হন কেরলের সাংবাদিক সিদ্দিক কাপ্পান। তাঁর বিরুদ্ধে ধর্মীয় উস্কানি দেওয়া, ষড়যন্ত্র, দেশদ্রোহ-সহ একাধিক অভিযোগে মামলা করে সে রাজ্যের সরকার। তাঁর গ্রেফতারির বিরুদ্ধে সরব হয় বিভিন্ন মানবাধিকার সংগঠন ও সাংবাদিকদের সংগঠন। গত বছর শেষের দিকে সুপ্রিম কোর্টে ইউএপিএ মামলায় জামিন পান কাপ্পান। জামিন মেলে পিএমএলএ মামলাতেও। অবশেষে ২০২৩-এর ২ ফেব্রুয়ারি উত্তপ্রদেশের জেল থেকে ছাড়া পেলেন কাপ্পান।