প্রতিবেদন: তীর্থঙ্কর
২০১৯ সালে শেষ বারের মতো ছাত্রছাত্রী সংসদের নির্বাচন হয়েছিল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে। অবিলম্বে নির্বাচনের দাবিতে বেশ কিছু দিন ধরেই বিক্ষোভ দেখাচ্ছেন পড়ুয়ারা। দশ দিন হয়ে গেল অবস্থান বিক্ষোভে বসেছেন এসএফআই সমর্থকেরা। ছাত্রছাত্রী সংসদ নির্বাচনের পাশাপাশি তাঁদের দাবি কনভোকেশন, মাতৃভাষায় পঠনপাঠনের ব্যবস্থা ও গবেষণাগার-সহ অন্যান্য পরিকাঠামোর উন্নয়ন করতে হবে। ছাত্রছাত্রীরা জানান, শুক্রবার কলেজের শৃঙ্খলারক্ষা কমিটির একটি বৈঠক ছিল। সেখানে দু’টি দাবি বিবেচনার আশ্বাস দেওয়া হলেও সব কটি দাবি না মেটা পর্যন্ত তাঁরা তাঁদের আন্দোলন জারি রাখবেন।