বিবিসির তথ্যচিত্রে তথ্য বিকৃতির অভিযোগ এনেছে কেন্দ্রীয় সরকার। পাল্টা সরকারের চাপে সমাজমাধ্যম থেকে ছবিটি সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে বার বার। দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীরা নিজেদের উদ্যোগে ছবিটি দেখানোর ব্যবস্থা করে। সম্প্রতি দিল্লির জেএনইউ বা দিল্লি বিশ্ববিদ্যালয় উত্তাল হয়ে ওঠে ওই তথ্যচিত্র প্রদর্শনকে ঘিরে। বৃহস্পতিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পর শুক্রবার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ছবিটি দেখানোর ব্যবস্থা করেন এসএফআই সমর্থকেরা। ছবি শুরুর আধ ঘণ্টা বাদেই হঠাৎ বিদ্যুৎ চলে যায় প্রদর্শনী কক্ষে। এর জন্য কর্তৃপক্ষকেই দায়ি করেন ছাত্রছাত্রীরা। কিছু ক্ষণের মধ্যে বিদ্যুৎ সংযোগ ফিরে এলে আবার শুরু হয় ছবি দেখানো।